kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রভা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৮ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটেশুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রভা

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আজ বৃহস্পতিবার রাজধানীর অদূরে ৩০০ ফিট রাস্তার পূর্বাচল এলাকায় দুপুর ১২ টার দিকে একটি নাটকের শুটিং করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। 

জানা গেছে, নির্মাতা আদর সোহাগের ‘লাভ পার স্কয়ার ফুট’ শিরোনামের একটি টেলিছবির শুটিং স্পটে প্রভা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুটিং বিরতি রেখে প্রভাকে কাছাকাছি খালার বাসায় পাঠানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি কালের কণ্ঠকে বলেন, 'একটি বিয়ের অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা হচ্ছিল। খোলা আকাশের নিচে ভারী লেহেঙ্গা পরে শুটিং করতে হচ্ছিল। আকস্মিক ভাবে মাথা ঘুরে পরে যায়। পরে তাকে তার খালার বাসায় পাঠানো হয়।'

মন্তব্যসাতদিনের সেরা