kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

বিয়ে শেষে ছাতা মাথায় বেরোচ্ছেন দীপিকা-রণবীর

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৮ ১১:৩১ | পড়া যাবে ১ মিনিটেবিয়ে শেষে ছাতা মাথায় বেরোচ্ছেন দীপিকা-রণবীর

দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বুধবার সকালে ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় যদিও এই দম্পতি এখনো কোনও ছবি পোস্ট করেননি, তবে সংবাদ সংস্থা এএনআই দীপিকা ও রণবীরের বিয়ের স্থান, লেক কোমোর পাশের দ্বীপ ভিলা ডেল বালবিনেলো থেকে বিয়ের একটি ভিডিও টুইট করেছে। 

ভিডিওটিতে পাত্রপক্ষ ও কন্যাপক্ষকে নব দম্পতিকে ব্যক্তিগত বন্দরে অবস্থিত নৌকাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। বিয়েতে বন্ধু ও পরিবারের সদস্যরা বেশিরভাগই সাদা এবং সোনালি রঙের পোশাকে সেজেছেন। তবে একজনকে দেখা যাচ্ছে (সম্ভবত দীপিকা) যিনি কমলা এবং সোনালী রঙের শাড়ি পরেছেন।

তারপরেই সম্ভবত বরকে দেখা যাচ্ছে, তাঁর পরণেও সাদা পোশাক। দীপিকা ও রণভীর দু'জনেরই মাথায় বিশাল ছাতা ধরা হয়। ছাতা মাথায় তাঁরা ভিলা ডেল বালবিনেলো থেকে বেরিয়ে আসেন।

ফ্যান ক্লাবগুলো দীপিকা-রণবীরের এই বহু আলোচিত ও প্রতীক্ষিত বিয়ের সামান্য কিছু ঝলক তুলে ধরেছে।

মন্তব্যসাতদিনের সেরা