kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

ফোক ফেস্টে গাইবেন অর্ণব

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১৩:২৮ | পড়া যাবে ১ মিনিটেফোক ফেস্টে গাইবেন অর্ণব

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট- ২০১৮ এর তৃতীয় দিন ১৭ নভেম্বর গান গাইবেন শায়ান চৌধুরী অর্ণব। একেবারে আড়ালে চলে যাওয়া অর্ণবকে যখন খুঁজে ফিরছিলেন, তখনই পাওয়া যায় টেলিভিশন পর্দায়। হ্যাঁ তার কাজিন মিথিলা অর্ণবকে নিয়ে আসেন বাংলা ভিশনের পর্দায়। অবশ্য এর নেপথ্যে একজনছিলেন।

অনুষ্ঠানের প্রযোজক সাজ্জাদ হোসাইনের আন্তরিক প্রচেষ্টায় বাংলাভিশনের ‘আমার আমি’ প্রোগ্রামে দেখা যায়। এই অনুষ্ঠানটি অনেক বছর যাবতই প্রচারিত হচ্ছে বাংলাভিশনে। মিথিলা উপস্থাপক হয়ে এসেছেন এবারে। আর এই পর্বেই এসেছেন শায়ান চৌধুরী অর্ণব।

তবে অর্ণব ভক্তদের তৃষ্ণা তৃষ্ণাই রয়েছে। সে তেষ্টা মিটতে পারে এরবারের ফোক ফেস্টে। অর্ণব আসছেন এবারের ফেস্টে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট- ২০১৮ এর তৃতীয় দিন ১৭ নভেম্বর গান গাইবেন অর্ণব। অন্তত যারা এতোদিন পথ চেয়ে বসেছিলেন তাদের তেষ্টা মেটানোর দিন হতে পারে।

অর্ণব ছাড়াও ওইদিন গাইবে নকশীকাঁথা, বাউল কবির শাহ, পাকিস্তানের শাফকাত আমান আলি ও স্পেনের লাস মিগাস ব্যান্ড।

মন্তব্যসাতদিনের সেরা