kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

আসছে শহীদের নতুন গান

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১২:২৪ | পড়া যাবে ১ মিনিটেআসছে শহীদের নতুন গান

নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। আগামী দু-একদিনের মধ্যেই গানটি প্রকাশ পেতে যাচ্ছে। সর্বশেষ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল তার।

এবার লেজারভিশনের ব্যানারে রোমান্টিক একটি গান প্রকাশ করছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘চাই তোকে ভীষণ’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ফাজবীর তাজের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির লিরিক ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে।

নতুন এ গান প্রসঙ্গে শহীদ বলেন, একজন শিল্পী হিসেবে সব ধরনের গান করতেই আমি পছন্দ করি। ‘চাই তোকে ভীষণ’ গানটি রোমান্টিক তবে বেশ ভিন্নধর্মী। এর কথা-সুর খুব মনে ধরেছে আমার। শ্রোতাদেরও গানটি ভালো লাগবে বলে বিশ্বাস।

 

মন্তব্যসাতদিনের সেরা