kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

বনশালির বাড়িতে রণবীর-দীপিকা

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১৬:২১ | পড়া যাবে ১ মিনিটেবনশালির বাড়িতে রণবীর-দীপিকা

মাসখানেক ধরে খবরে আছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আগামী সপ্তাহে সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের এই জুটি। তার আগে দু'জনকে দেখা গেল সঞ্জয় লীলা বনশালির বাড়িতে।

আজ দীপিকা-রণবীর আসেন বনশালির সঙ্গে দেখা করতে। প্রথমে বনশালির বাড়ি আসেন রণবীর। সবুজ কুর্তা ও সাদা পাজামায়। তার কিছুক্ষণ পরই সেখানে এসে পৌঁছান দীপিকা। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও ডেনিম জিন্স। সঙ্গে স্পোর্টস শু।

বনশালির সঙ্গে দীপিকা-রণবীর তিনটে ছবিতে কাজ করেছেন। একদিকে গোলিঁ কি রাস লীলা রামলীলা, বাজ়িরাও মস্তানিতে একে অপরের বিপরীতে দেখা যায় দীপিকা-রণবীরকে। অন্যদিকে পদ্মাবতে রানি পদ্মাবতীর ভূমিকায় দীপিকা ও  খিলজির চরিত্রে দেখা যায় রণবীরকে।

এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের নিমন্ত্রণ জানাতেই বনশালির বাড়ি গেছেন রণবীর-দীপিকা। যদিও বলিউডের এই জুটি সে বিষয় কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেননি।

মন্তব্যসাতদিনের সেরা