kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

শহিদ-মিরা আলোচনায়

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেশহিদ-মিরা আলোচনায়

সম্প্রতি পৃথিবীর আলো দেখেছে ছোট্ট জেইন কাপুর। ঝলমলে দুনিয়ার রং সবে সবে গায়ে মাখতে শুরু করলেও, প্রথম দীপাবলিতে কিন্তু ডিজাইনার পোশাক পরেই উত্সবে হাজিরা দেয় শাহিদ-মীরার ছেলে। জেইনের সঙ্গে ছিল বড় দিদি মিশাও। দীপাবলি উত্সবের শুরুতেই শাহিদ কাপুরের দুই সন্তানের সেই ছবি ভাইরালও হয়ে যায়।

এদিকে 'বাত্তি গুল মিটার চালু'-র পর এবার অর্জুন রেড্ডি রিমেকের শুটিং শুরু করেছেন শহিদ কাপুর। এই সিনেমায় শহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কিয়ারা আদবানি। শহিদের সঙ্গে অর্জুন রেড্ডির রিমেকে তারা সুতারিয়ার স্ক্রিন শেয়ারের কথা থাকলেও, পড়ে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। 

জানা যায়, এই সিনেমায় শহিদের সঙ্গে থাকছেন কিয়ারা। বি টাউনের একাংশের গুঞ্জন, শহিদের ভাই ঈশান খটটরের সঙ্গে নাকি সম্প্রতি বিচ্ছেদ হয়ে যায় তারা সুতারিয়ার। শুধু তাই নয়, অত্যন্ত খারাপভাবেই হয় সেই বিচ্ছেদ। আর সেই কারণেই নাকি অর্জুন রেড্ডি রিমেক থেকে বাদ পড়েন তারা। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা