kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

১৫ বছরের ছোট বন্ধুর সঙ্গেই বিয়ের পিঁড়িতে সুস্মিতা

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১৪:৪৮ | পড়া যাবে ২ মিনিটে১৫ বছরের ছোট বন্ধুর সঙ্গেই বিয়ের পিঁড়িতে সুস্মিতা

চলতি মাসে গাঁটছড়া বাঁধছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। ইতালি থেকে তাঁরা বিয়ে সেরে ফেরার পর সাতপাক ঘুরবেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। ২০১৯-এ এরপর নাকি বিয়ের পিঁড়িতে বসবেন অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা। এখানেই শেষ নয় কিন্তু। শোনা যাচ্ছে, অর্জুন-মালাইকার পর এবার বিয়ের তোড়জোড় শুরু করছেন সুস্মিতা সেন-রহমান শল।

ডিএনএ-র খবর অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন সুস্মিতা এবং রোমান। এ বিষয়ে স্পষ্টভাবে সুস্মিতা কিছু না জানালেও, প্রাক্তন বিশ্ব সুন্দরীর আকার ইঙ্গিতে বেশ স্পষ্ট। 
 
গত দু'মাস ধরে সুস্মিতা সেনের সঙ্গে 'ডেটিং' করছেন রহমান। একটি ফ্যাশন শো-এ হাজির হয়েই রহমানের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। রহমান নাকি ইতিমধ্যেই প্রাক্তন বিশ্বসুন্দরীকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। আর তাতেই নাকি রাজি হয়ে গিয়েছেন সুস্মিতা। সেই কারণেই এবার বিয়ের কথা ভাবছেন বলিউডের এই জুটি।

সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি পার্টিতে সুস্মিতার সঙ্গে দেখা যায় রহমানকে। শিল্পা শেঠি কুন্দ্রার দীপাবলি পার্টিতে এই দু'জনকে হাতে হাত ধরে পোজ দিতেও দেখা যায়। তখন থেকেই শুরু হয় জোর গুঞ্জন। এদিকে রহমানকে বেশ পছন্দ সুস্মিতা-কন্যাদের। সম্প্রতি রোমানের সঙ্গে গান গাইতে দেখা যায় সুস্মিতার বড় মেয়ে রিনিকে। ছোট মেয়ে আলিশাও বেশ খুশি রোমানের সঙ্গে।

মন্তব্যসাতদিনের সেরা