kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

পূর্বেই বলেছিলেন কালকি

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১১:২৮ | পড়া যাবে ১ মিনিটেপূর্বেই বলেছিলেন কালকি

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। আর তার পর থেকেই বলিউডে শুরু হয় MeToo মুভমেন্ট। কিন্তু, বেশ কয়েক বছর আগেই অভিনেত্রী কালকি সামনে এনেছিলেন তাঁর MeToo স্টোরি। বলেছিলেন, শৈশবেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কালকি বলেন, মিডিয়ার সামনে যেটুকু এসেছিল, আমার কাছে ঘটনাটা তার থেকে অনেক বড় ছিল।  তিনি বলেন, ঘটনাটা ঘটল আর নিগৃহীতা মিডিয়ার সামনে স্বীকার করে নিল, এটুকুতেই ঘটানাটির প্রভাব শেষ হয়ে যায় না।

তিনি আরও বলেন নিজের পরিবারের সঙ্গে কথা বলা, উপযুক্ত চিকিৎসা করানো, এই অভিজ্ঞতা থেকে বেরোনোর পথ খোঁজা- এই সব কিছু আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল।

বলিউডে এই মুভমেন্ট মহিলাদের ক্ষমতায়ণের পথ আরও প্রশস্ত করেছে বলে স্বীকার করলেন কালকি। বলেন, অভিযুক্তরা কাজের জায়গা থেকে পদত্যাগ করছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত হচ্ছে, নতুন নিয়ম তৈরি হচ্ছে, মহিলাদের অভিযোগ জানানোর পদ্ধতি আরও সহজ করা হচ্ছে- এইসব পরিবর্তন খুবই গঠনমূলক।

মন্তব্যসাতদিনের সেরা