kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

ভাইরাল ঝুমা বৌদির নাচ

কালের কণ্ঠ অনলাইন   

৭ নভেম্বর, ২০১৮ ১৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেভাইরাল ঝুমা বৌদির নাচ

'দুপুর ঠাকুরপো'র ঝুমা বৌদির চরিত্রে ঝড় তোলার পর আপাতত হিন্দি ধারাবাহিক 'নজর'-এ ডাইনির চরিত্রে দেখা দিয়েছেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। 

ধারাবাহিকের বিভিন্ন ভিডিও থেকে শুরু করে মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায় 'বিগবস'-এর ধারাবাহিকের প্রাক্তন এই প্রতিযোগীকে। 

সম্প্রতি, সলমন খানের 'কিক' ছবি জে ম্যায়নু প্যায়ার না মিলে' গানের সঙ্গে নাচতে দেখা দেখা মোনালিসাকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে মোনালিসে লেখেন তিনি কোরিওগ্রাফারের সঙ্গে রিহার্সাল করছিলেন। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। 

মন্তব্যসাতদিনের সেরা