kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৮ ১৭:১৬ | পড়া যাবে ১ মিনিটেরাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। সেই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু, চুপ থাকলেন না তনুশ্রী। রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন তিনি।

'হর্ন ওকে প্লিজ' ছবির সেট থেকেই শুরু হয়েছিল এই ঘটনার। তনুশ্রীর অভিযোগ, ছবিতে একটি গানের দৃশ্যের শুটিংয়ে তাঁকে অশ্লীলভাবে ছুঁয়েছিলেন নানা। এরপরই ছবি ছেড়ে দেন তনুশ্রী। ওই দৃশ্যে অভিনয়ের জন্য নেওয়া হয় রাখি সাওয়ান্তকে।

এক সাংবাদিক সম্মেলনে রাখি বলেছিলেন, তনুশ্রী, নানা পাটেকরের মতো একজন অভিজ্ঞ অভিনেতার বিরুদ্ধে নিয়ে কুৎসা রটাচ্ছেন। ও একটা মিথ্যেবাদী। দশ বছর কি কোমায় ছিলেন উনি? তনুশ্রীকে রাখি আরও বলেন, তনুশ্রী ইংরেজিতে কথা বলেন বলে মিডিয়া ওকে এত পাত্তা দিচ্ছে।

এর কোনও উত্তর দেননি তনুশ্রী এতদিন। কিন্তু, আজ ১০ কোটি টাকার মানহানির মামলা করে বোঝালেন যে চুপ করে থাকার পাত্রী তিনি নন।

মন্তব্যসাতদিনের সেরা