kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৮ ১৬:৩৩ | পড়া যাবে ১ মিনিটেএবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বলিউড সহ পুরো ভারতজুড়ে বইছে #মিটু ঝড়। একের পর এক গায়ক, অভিনেতা, প্রযোজকদের বিরুদ্ধে যৌন হেনস্থার  অভিযোগ আনছেন মডেল-অভিনেত্রী-গায়িকা।

বলিউডের আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্প্রতি নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। এরপর পুরো ইন্ডাস্ট্রির মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেন।

তনুশ্রীর এই ঘটনা প্রকাশের পর থেকেই একাধিক অভিনেতা-অভিনেত্রী তাকে সমর্থন দিয়েছেন। এ নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা বলেন, ‘যৌন হেনস্থার মতো একটি বিষয় নিয়ে যারা প্রতিবাদ করেছেন সবাইকে অভিনন্দন।’

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রীকে সমর্থন করে ক্যাটরিনা বলেন, ‘যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাই। তার কারণেই আজ অনেকে সত্য কথা বলার সাহস পেয়েছেন।’

একইসঙ্গে নিজেদের আলোচনায় আনার জন্য কেউ যেন কারও বিরুদ্ধে অভিযোগ না আনেন, সতর্ক করেছেন ক্যাটরিনা।

তনুশ্রী অভিযোগে জানিয়েছিলেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নানা পাটেকার তনুশ্রীকে যৌন হেনস্থা করেছেন। পরিচালক অগ্নিহোত্রি, কোরিওগ্রাফার গণেশ বিষয়টি চেপে যাবার পরামর্শ দিয়েছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা