kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

কাল মুক্তি পাচ্ছে দেবী

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৮ ১২:৪৭ | পড়া যাবে ১ মিনিটেকাল মুক্তি পাচ্ছে দেবী

আগামীকাল শুক্রবার (১৯ অক্টোবর) মুক্তি যাচ্ছে 'দেবী'। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস, প্রযোজনায় জয়া আহসান।

হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। বহুল প্রতীক্ষিত ছবিটির সার্বিক সহযোগিতায় স্কয়ার ছবিটি মুক্তির আগেই দর্শকদের মাঝে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে।

এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আত্মপ্রকাশ করবে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র 'মিসির আলি'। এ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নাম চরিত্রে জয়া আহসান।

ছবিটিতে আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। দেবী'র মুক্তি উপলক্ষে রিভাইভ এর ফেসবুক পেইজসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ব্যাপক প্রচারণা চালাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড রিভাইভ।

 

মন্তব্যসাতদিনের সেরা