kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৮ ১১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেআইয়ুব বাচ্চুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সকালে তিনি এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের সঙ্গীত জগতে আইয়ুব বাচ্চু ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার বেইউ অকাল প্রয়াণে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হলো।

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আজ সকালে সাড়ে ৮টার সময় তিনি মগবাজারের নিজ বাসায় স্ট্রোক করেন। এর পর দ্রুত তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেণ। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

মন্তব্যসাতদিনের সেরা