kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

মদ্যপানের জন্য ডেকে দেখান পর্ন ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১৩:০৪ | পড়া যাবে ১ মিনিটেমদ্যপানের জন্য ডেকে দেখান পর্ন ভিডিও

মি টু’ ঝড়ে বেসামাল বলিউড। নানা পাঠেকর থেকে শুরু করে সুভাষ ঘাই কিংবা সাজিদ খান কিংবা বিকাশ বহেল, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিউডের একাধিক নামিদামি ব্যাক্তির বিরুদ্ধে। এবার অভিনেতা বিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ।

 ‘আব তক ছাপান্ন’, ‘হানিমুন ট্রাভেলস’ সহ একাধিক সিনেমায় একশন ডিরেক্টরের ভূমিকায় দেখা যায় বিকি কুশলের বাবা শ্যাম কৌশলকে। আর সেই শ্যাম কৌশলই নাকি নমিতা প্রকাশ নামে এক নারীর যৌন হেনস্থা করেছেন। মহিমা কুকরেজা নামে এক নারী ইতিমধ্যেই শ্যাম কৌশলের বিরুদ্ধে নমিতার অভিযোগকে প্রকাশ্যে এনেছেন।

নমিতার অভিযোগ, ২০১৬ সালে ‘হানিমুন ট্রাভেলস’-এর আউটডোর শুটিংয়ের সময় শ্যাম কৌশল নাকি তাঁকে মদ্যপানের জন্য তাঁর ঘরে নিমন্ত্রণ করেন। যখন নমিতা বিষয়টি নিয়ে আপত্তি জানান, তখন শ্যাম কৌশল তাঁকে পর্ন সিনেমার ক্লিপ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। যদিও শ্যাম কৌশল বা বিকি কৌশল এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনননি।

মন্তব্যসাতদিনের সেরা