kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

মেয়ে রেনের সঙ্গে ধুনুচিনাচ নাচলেন সুস্মিতা সেন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১২:০৭ | পড়া যাবে ১ মিনিটেমেয়ে রেনের সঙ্গে ধুনুচিনাচ নাচলেন সুস্মিতা সেন

উৎসবের রঙে রেঙে উঠেছে বড় থেকে ছোটো সকলে। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। হাতে ধুনুচি নিয়ে মা-মেয়ে পা মেলালেন একসঙ্গে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর চলাকালীন বলিউড সুন্দরী সুস্মিতা সেন ধুনুচিনাচ নেচে তাক লাগালেন সবাইকে।

মুম্বাইতে দূর্গাপূজাতে বড় মেয়ে রেনের সঙ্গে ধুনুচিনাচ নাচলেন তিনি। ইনস্টাগ্রামে নাচের ভিডিয়ো শেয়ার করেন তিনি। বিজ রঙের শাড়ির সঙ্গে মানানসই লাল এমব্রয়ডারি ব্লাউজে দেখা যায় তাঁকে। সব সময়ের মতো এই ভিডিও তেও হাসিখুশী নজরে আসেন তিনি।

হাতে মাটির ধুনুচি হাতে গানের ছন্দে পা মেলাতে দেখা গেল এক অন্য সুস্মিতাকে। মায়ের হাত ধরে স্টেপ অনুসরণ করার চেষ্টাও করে সুস্মিতার ছোট মেয়ে।

এদিকে কাজলকেও তুতোবোন শর্বরি মুখার্জির সঙ্গে মায়ের আরতি করতে দেখা যায়। সম্প্রতি বেশ কিছু ফ্যাশন শোয়ে নজরে আসছেন সুস্মিতা। কিছুদিন আগে ইন্ডিয়া টাইমস ফ্যাশন উইকে ব়্যাম্প মাতিয়েছেন তিনি। বম্বে টাইমস ফ্যাশন উইকে নিতা লুল্লার শো-স্টপার হিসাবে সাদা গাউনে নজর কেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

 

মন্তব্যসাতদিনের সেরা