kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

পাকিস্তানি নর্তকীর চরিত্রে ক্যাটরিনা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ১৪:০১ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানি নর্তকীর চরিত্রে ক্যাটরিনা

বলিউডে সবচেয়ে বড় বাজেটের ও ব্যবসাসফল ডান্স ফিল্ম নির্মাণ করে ইতিমধ্যেই আলোচনায় আছেন রেমো ডি'সুজা। আর সেটি হলো 'এবিসিডি'। আর এবার, এই ফ্র্যাঞ্চাইজি তার তৃতীয় কিস্তি নিয়ে আসছে। 'এবিসিডি ৩'-এর মূল দুটি চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ।

ছবিটি সম্পর্কে সর্বশেষ তথ্যটি হলো, নাচনির্ভর এই ছবিটিতে ক্যাটরিনা একজন পাকিস্তানি নৃত্যশিল্পী এবং বরুণ একজন ভারতীয় ডান্স আর্টিস্ট এর ভূমিকায় অভিনয় করবেন।

ছবিটি এখনও প্রি-প্রডাকশন স্টেজে আছে। আর এই ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার। ছবিটিতে আরো অভিনয়ের কথা রয়েছে প্রভুদেবা, ধর্মেশ ইয়েলান্দে, রাঘব জুয়াল, পুনিত পাঠক প্রমুখ। 

আগামী বছরের জানুয়ারিতে ফ্লোরে গড়াবে 'এবিসিডি ৩'।
সূত্র : ডিএনএ
   

 

মন্তব্যসাতদিনের সেরা