kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

'আমার জীবনেও এরকম মুহূর্ত এসেছিল'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ১১:০৪ | পড়া যাবে ১ মিনিটে'আমার জীবনেও এরকম মুহূর্ত এসেছিল'

MeToo মুভমেন্ট প্রায় ঝড় তুলেছে ভারতে। সামনে আসছে নানা অভিযোগ। জড়াচ্ছে অনেক বড় বড় ব্যক্তিত্বের নাম। এইবার সামনে এল আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের # MeToo মোমেন্ট। তিনি বললেন তাঁর অভিজ্ঞতার কথা।

তাহিরা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, জনপ্রিয় মানুষদের কথা জানার অনেক লোক আছেন। কিন্তু, এমন অনেক ঘটনা রয়েছে, যেগুলো সামনে আনা যায় না। কারণ, সেইসব ক্ষেত্রে অভিযুক্ত হয়ত খুব কাছের কোনও আত্মীয় বা পারিবারিক বন্ধু। হয়ত তিনি একই ছাদের তলায় থাকেন।

তাহিরা আরও লেখেন, আমার জীবনেও এরকম মুহূর্ত এসেছিল। আমি জানি এইসব ঘটনা বছরের পর বছর চেপে রাখার যন্ত্রণা কেমন হতে পারে। যখন আমি আয়ুষ্মানকে ডেট করছিলাম, কোনওরকম শারীরিক নৈকট্যেই আমি কেঁদে ফেলতাম। শুধুমাত্র ওঁর (আয়ুষ্মান) ভালোবাসা আর ধৈর্যই আমায় স্বাভাবিক করে তুলেছে।

মন্তব্যসাতদিনের সেরা