kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

যৌন হেনস্থার বিরুদ্ধে সরব এবার ইমরান হাশমি

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ২২:২৫ | পড়া যাবে ১ মিনিটেযৌন হেনস্থার বিরুদ্ধে সরব এবার ইমরান হাশমি

যৌন হেনস্থার বিরুদ্ধে এবার সরব হলেন বলিউড তারকা ইমরান হাশমি। সম্প্রতি তিনি বলেন, কোন নারীর প্রতি যৌন নির্যাতন মেনে নেওয়ার মত না। অবশ্যই এর বিরুদ্ধে কথা বলতে হবে।

হাশমি তার টুইটারে বলেন, যৌন নির্যাতন আর কোন ভাবেই সহ্য করা যায় না। এর বিরুদ্ধে এখনেই আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।

সম্প্রতি ‘হ্যাশট্যাগমিটু’র ঝড়ে একের পর এক যৌন হেনস্তার খবর বেরিয়ে আসছে। এনিয়ে মুখ খুলছে ভুক্তভোগীরা। ‘হ্যাশট্যাগমিটু’ দিয়ে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের নির্যাতনের খবর প্রকাশ করছেন।

আর এনিয়ে সোচ্চার হতে বলছেন বলিউডের অনেক তারকারা। ইতিমধ্যে আমির খান, কাজল তারা যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। এবার কথা বললেন, বলিউড তারকা ইমরান হাশমি।

মন্তব্যসাতদিনের সেরা