kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

প্রিন্সকেই বিয়ে করছেন যুবিকা

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেপ্রিন্সকেই বিয়ে করছেন যুবিকা

শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন যুবিকা চৌধুরী। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী প্রিন্স নরুলার সঙ্গেই শেষে গাঁটছড়া বাঁধছেন ‘ওম শন্তি ওম’ খ্যাত অভিনেত্রী।

সবুজ রঙের ক্রপ টপ স্কার্টের সঙ্গে ফুলের সাজ নিয়েই মেহেন্দির অনুষ্ঠানে হাজির হন যুবিকা। প্রিন্সকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি কুর্তাতে। মেহেন্দি অনুষ্ঠানে প্রিন্সের সঙ্গে হাসিখুশি মুখে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। প্রিন্স-যুবিকার মেহেন্দির বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

বিগ বস ৯-এর ঘরে হাজির হয়েই প্রিন্স নরুলার সঙ্গে পরিচয় হয় যুবিকা চৌধুরীর। সেখানেই ক্রমশ তাঁরা কাছাকাছি আসতে শুরু করেন। 

এরপর বসের ঘর থেকে বেরোনোর পরও ‘বড় বহু’ অভিনেতা প্রিন্সের সঙ্গে যুবিকার সম্পর্কের বাঁধন থাকে অব্যাহত। এবার সেই সম্পর্কই পরিনতির দিকে এগোতে শুরু করেছে। প্রিন্স-যুবিকার মেহেন্দির অনুষ্ঠানে দেখা যায় তাঁদের কাছের বন্ধু কিশ্বর মার্চেন্টকে। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা