kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

অভিযুক্ত হেনস্থাকারীদের সাথে কাজ করবেন না আমির

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১৩:৩৮ | পড়া যাবে ২ মিনিটেঅভিযুক্ত হেনস্থাকারীদের সাথে কাজ করবেন না আমির

‘মি টু’ ঝড়ে বেসামাল গোটা বলিউড। কখনও অলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ উঠছে, আবার কখনও হেনস্থার অভিযোগ উঠছে নানা পাঠেকরের বিরুদ্ধে। আবার কখনও ‘কুইন’-এর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে উঠছে যৌন হেনস্থার খবর। সবকিছু মিলিয়ে ‘মি টু’-র জেরে এখন মান বাঁচাতে ব্যস্ত বি টাউনের একাংশ। এসবের মধ্যেই এবার আমির খান কি করলেন জানেন?

বলিউডের যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে কোনও কাজ করবেন না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির খান এবং কিরণ রাও সম্প্রতি যৌথ বিবৃতি দিয়ে সম্প্রতি তাঁদের সেই সিদ্ধান্তের কথা জনিয়েছেন। যার জেরে ইতিমধ্যেই পরিচালক সুভাষ কাপুরের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।

গুলশান কুমারের বায়োপিক অবলম্বনে সম্প্রতি ‘মগুল’ পরিচালনা করার কথা ছিল সুভাষ কাপুরের। যার প্রযোজনায় ছিলেন আমির খান। কিন্তু, অভিনেত্রী গীতিকা ত্যাগি যেভাবে সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন, তার জেরেই এবার পিছিয়ে এলেন আমির।

জানা গেছে,  ২০১৪ সালে গীতিকা ত্যাগি  নামে এক অভিনেত্রী সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সুভাষ কাপুর আপাতত জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু, গীতিকা ত্যাগি যেভাবে বলিউডের এই পরিচালকের বিরুদ্ধে হেনস্থা নিয়ে সরব হয়েছেন, তার জেরেই আমির খান এবার সুভাষ কাপুরের সঙ্গ ত্যাগ করলেন বলেই জানা যাচ্ছে।

এ বিষয়ে সুভাষ কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমির খান এবং কিরণ রাও যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে শ্রদ্ধা করেন তিনি। যেহেতু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আপাতত বিচারাধীন, তাই আইনিভাবে সমস্ত বিষয়টিকে সামাল দেওয়া হবে বলেও জানান এই পরিচালক। পাশাপাশি আদালতেই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছেন সুভাষ কাপুর। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা