kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

শাশুড়ির ভিডিও শুট অক্ষয়ের

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১১:৪৯ | পড়া যাবে ১ মিনিটেশাশুড়ির ভিডিও শুট অক্ষয়ের

পরিবার নিয়ে ইতালিতে বেড়াতে গিয়েছেন অক্ষয় কুমার। ইতালির রাস্তায় ঘুরে, স্থাপত্য নির্দশন দেখতে যখন ব্যস্ত অক্ষয়, টুইঙ্কেল-রা, সেই সময় ভাইরাল হল ডিম্পল কাপাডিয়ার একটি ভিডিও। 

যেখানে টুইঙ্কেল খান্না এবং নিতারাকে নিয়ে যখন ব্যস্ত অক্ষয় কুমার, সেই সময় বলিউড অভিনেতার শাশুড়ি ডিম্পল যেন আনন্দে মেতে উঠলেন। 

ইতালির একটি গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করেন অক্ষয়, টুইঙ্কেল, ডিম্পল-রা সেই সময় আচমকাই শোনা যায় ‘ববি’-র ধুন। অর্থাত, ইতালির রাস্তায় ‘ববি’-র একটি গানের সুরে সুর তোলেন সেখানকার এক গায়ক। যা শুনে উচ্ছ্বসিত হয়ে যান ডিম্পল। ‘ববি’-র ধুনে নাচতে শুরু করেন তিনি। 

শাশুড়ি ডিম্পল যখন নাচতে শুরু করেন, সেই সময় তা ক্যমেরাবন্দি করেন অক্ষয় কুমার। আর সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা