kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ইমরানের গানে কলকাতার দর্শনা

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১০:৩১ | পড়া যাবে ১ মিনিটেইমরানের গানে কলকাতার দর্শনা

এবার ইমরান মাহমুদুলের গানে মডেল হলেন কলকাতার মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। কিছুদিন আগে কলকাতায় গিয়ে দর্শনাকে নিয়ে গানটির ভিডিওর শুটিং করেন ইমরান। ‘মেঘের ডানায়’ শিরোনামের গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় গায়িকা মধুবন্তী বাগচী। 

কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজনে সৈয়দ নাফিজ ও শুভ্র রাহার ‘এলএমজি বিটস’। ভারতের ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে ভিডিওটি পরিচালনা করেছেন সুশাভান দাস। 

ইমরান বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও গানটি ছড়িয়ে দিতে সেখানকার একজন মডেলের কথা ভাবছিলাম। সে পরিকল্পনা থেকেই দর্শনা বণিকের সঙ্গে কাজ করা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন কমলেশ্বর, সৃজিত, অঞ্জন দত্তর মতো প্রথম সারির পরিচালকদের ছবিতে। আমার ভিডিওতেও দারুণ পারফরম্যান্স দিয়েছেন। আশা করি সবাই পছন্দ করবেন।’ 

এবারই প্রথম বাংলাদেশের কোনো গানে মডেল হলেন দর্শনা। ১৮ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। পাশাপাশি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

মন্তব্যসাতদিনের সেরা