kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

যেভাবে নিজেকে রক্ষা করলেন টিস্কা

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৮ ১২:০২ | পড়া যাবে ২ মিনিটেযেভাবে নিজেকে রক্ষা করলেন টিস্কা

‘মি টু ক্যাম্পেইন’ নিয়ে তোলপাড় চলছে বলিউড জুড়ে। তনুশ্রী দত্ত, কঙ্গনা রানাউত-এর পর এবার ‘মি টু ক্যাম্পেইনে’ সামিল হলেন বলিউডের আরও এক অভিনেত্রী। তিনি টিস্কা চোপড়া।

সম্প্রতি টিস্কার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি এক পরিচালকের বিরুদ্ধে মুখ খোলেন। টিস্কার অভিযোগ, ‘রেপটাইল’ নামে ওই সংস্থার পরিচালক নাকি বিদেশে শুটিং কতে গিয়ে টিস্কাকে একসঙ্গে ‘ডিনার’ করার প্রস্তাব দেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে রাত ৮টায় পরিচালক তাঁর ঘরে ডাকেন টিস্কাকে। বিষয়টি আগে থেকে কিছুটা আঁচ করতে পেরে ওই পরিচালকের জন্য সমস্ত ছক করে গিয়েছিলেন অভিনেত্রী।

ফলে  পরিচালকের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে ফুল ও চকলেট উপহার দেন টিস্কা। এরপর অভিনেত্রীর হোটেলের ঘরে আসা সব ফোন পরিবর্তন করে সেই পরিচালকের ঘরে দেওয়া হয়। যার মধ্যে প্রথম ফোন ছিল ওই পরিচলকের ছেলের। যা শুনে রীতিমত চমকে গিয়েছিলেন তিনি। এরপর একের পর এক করে প্রায় ৬-৭টি ফোন আসে পরিচালকের ঘরে। যা দেখে রীতিমতো ঘাবড়ে যান তিনি।

আর সেদিন এইভাবেই ওই জনপ্রিয় পরিচালকের হাত থেকে রেহাই পান টিস্কা। যে অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে কখনও শিউরে ওঠেন তিনি আবার কখনও হেসে ফেলেন। তবে ওইদিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি যেভাবে ছক করে ওই পরিচালকের হাত থেকে রক্ষা পেয়েছিলেন টিস্কা। আর তাঁর সেই ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ‘কারোবার’-এর শুটিংয়ের সময়ই ওই ঘটনা ঘটে বলে মনে করছেন অনেকে। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা