kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

'আমি মারলে ঐশ্বরিয়া বেঁচে থাকতো না'

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৮ ১১:২২ | পড়া যাবে ১ মিনিটে'আমি মারলে ঐশ্বরিয়া বেঁচে থাকতো না'

সম্প্রতি সালমান খানের একটি পুরনো ভিডিও ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক গভীর ছিল। প্রায় সকলেই তাদের প্রেমের খবর জানতেন।

কিন্তু সে সম্পর্কে ভাঙন ধরে। সে সময় সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়া। সত্যিই কি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন বলিউডের এই তারকা?
 
এক সাক্ষাৎকারে এমন প্রশ্নই করা হয়েছিল সালমানকে। উত্তরে তিনি বলেছিলেন, ওই নারী তো বলছেন আমি তাকে মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে একই প্রশ্ন করেছিলেন। 

সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। আর সেটা হলে ওই নারী বেঁচে থাকতেন বলে মনে হয় না।

মন্তব্যসাতদিনের সেরা