kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

‘আমি মেরে থাকলেতো ঐশ্বরিয়ার বেঁচে থাকারই কথা না’!

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৮ ১৮:৫০ | পড়া যাবে ২ মিনিটে‘আমি মেরে থাকলেতো ঐশ্বরিয়ার বেঁচে থাকারই কথা না’!

এই তো কিছুদিন আগের কথা। বর্ষীয়াণ অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই দুই অভিযোগের জেরে আপাতত উত্তাল বলিউড।

একটা বড় অংশ অভিনেত্রীদের পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যেই। আবার কেউ বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

এক সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক থাকার কথা সবারই কমে-বেশি জানা। সেই সম্পর্ক ভাঙনের পর সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তা সত্যিই কি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান? পরে এক সাক্ষাৎকারে সালমান খানকে প্রশ্নটি করা হয়। 

জবাবে সালমান খান বলেছিলেন, ‘ওই নারী তো বলছেন আমি মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম...। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। সেটা হলে ওই নারী বেঁচে থাকতেন বলে মনে হয় না।’

মন্তব্যসাতদিনের সেরা