kalerkantho

‘থাগস অব হিন্দুস্তান’ এ আমিরের লুক প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটে‘থাগস অব হিন্দুস্তান’ এ আমিরের লুক প্রকাশ

আমির খানের নতুন কোনো ছবি মানে নতুন কিছু চমক। এনিয়ে দর্শক মহলেও তৈরি হয় আলাদা উৎসাহ। সম্প্রতি প্রকাশ পেল ‘থাগস অব হিন্দুস্তানে’ আমির খানের নতুন লুক। এনিয়ে ব্যাপক হৈচৈ বলিউড পাড়ায়।

এর আগে অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এবার পালা আমির খানের। মুক্তি পেয়েছে ২৫ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে আমির খান ফিরাঙ্গির ভূমিকায়।

ফার্স্ট লুক দেখে বলিউড মহলের একটা বড় অংশ মনে করছেন, হয়তো কোনও বিদেশির চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।

আমির নিজে সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করে লিখেছেন, ‘এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।’

জানা গিয়েছে ১৮৩৯-এ প্রকাশিত ফিলিপ ম্যাডোসের লেখা বই ‘কনফেশনস্ অফ আ থাগ’ অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। আমিরের চরিত্রটি অ্যান্টাগনিস্ট। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কইফ, ফতিমা সানা শেখের মতো শিল্পীরা।

মন্তব্যসাতদিনের সেরা