kalerkantho

ভারতের ছবিতে ববির তেলেগু নায়ক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১০:১১ | পড়া যাবে ১ মিনিটেভারতের ছবিতে ববির তেলেগু নায়ক

দেশের সীমানা ছাড়িয়ে ভারতের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ববি। জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘রক্তমুখী নীলা’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন তেলেগু ও ওড়িশার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী মিশ্র।

ছবিটির সংগীত পরিচালনা করবেন ‘জুলি’, ‘করণ অর্জুন’, ‘কয়লা’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘কই মিল গ্যায়া’, ‘কৃষ’সহ অনেক জনপ্রিয় ছবির সংগীত পরিচালক রাজেশ রোশান।

ববি বলেন, ‘হরর ঘরানার এই ছবিতে আমাকে ঘিরেই বাকি চরিত্রগুলো তৈরি হয়েছে। দুই মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। তিনটি ভাষায় নির্মিত হবে ছবিটি—বাংলা, ওড়িয়া ও তেলেগু। এর মধ্যে সব্যসাচী মিশ্রর অভিনীত বেশ কয়েকটি ছবি দেখেছি। সে প্রথম ছবি ‘পাগালা প্রেমী’র জন্য ওড়িশার বেস্ট অ্যাক্টর নির্বাচিত হয়েছিল।

তিনি বলেন, কতটুকু মেধাবী বুঝতে বাকি নেই। দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এই কথা দিতে পারি।’ আগামী মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা বলেও জানালেন ববি।

মন্তব্যসাতদিনের সেরা