kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

বরের বন্ধুদের সঙ্গে সানি লিওনের নাচের ভিডিও ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেবরের বন্ধুদের সঙ্গে সানি লিওনের নাচের ভিডিও ভাইরাল

ইয়েস উই আর সিলি! ওএমজি উই আর ক্রেজি! এই নামেই নিজের উদ্দাম নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন সানি লিওন।

সানির প্রোফাইল থেকে পর পর শেয়ার হওয়া ইন্সটাগ্রাম ভিডিও দু’টিতে দেখা যাচ্ছে, কয়েক জনের সঙ্গে ফুরফুরে মেজাজে দিব্যি নাচছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, 'ধড়ক' (২০১৮) ছবির 'জিঙ্গাত' গানে কোমর দোলাচ্ছেন সানি। পাশাপাশি ডালের মেহেন্দির 'তারা রারা' গানেও নাচতে দেখা যায় তাকে। বাড়তি পাওনা সানির সঙ্গে তার বর ড্যানিয়েল ওয়েব্বারের নাচ।

আসলে কয়েক দিন আগেই দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে সানির মোমের মূর্তি উদ্বোধন করেন। সেখান থেকেই এই জিঙ্গাত গানের ভিডিওটি ধারণ করা।

অন্য দিকে করনজিৎ কৌর তথা সানি লিওনের পরের ভিডিওটি ডালের মেহেন্দির 'তারা রারা' গানের। দেখা যাচ্ছে পাঞ্জাবিদের স্বভাবসিদ্ধ ভূমিকায় নাচছেন সানি। পা মিলিয়েছেন ড্যানিয়েল ও তার বন্ধুরা।

মন্তব্যসাতদিনের সেরা