kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

শাহরুখ কন্যা সুহানা কি বচ্চন নাতির সঙ্গে প্রেম করছে?

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২১ | পড়া যাবে ১ মিনিটে



শাহরুখ কন্যা সুহানা কি বচ্চন নাতির সঙ্গে প্রেম করছে?

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ কন্যা সুহানার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ছবি ঘিরে শুরু হয়ে নানা জল্পনা-কল্পনার। সমালোচকরা বলছেন, অমিতাভের নাতি অগস্ত্যের সঙ্গে প্রেম করছেন সুহানা!

তবে এবারই প্রথম নয়, এর আগে বহুবার অগস্ত্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন সুহানা। তারা ছোট বেলার বন্ধু। তাই সমালোচনার চেষ্টাকে বৃথা বলেই মনে করছেন বলিউডের বড় একটা অংশ।

এদিকে শাহুরুখ কন্যার পাশাপাশি নিজের অন্য পরিচয় গড়েছেন সুহানা। কয়েক মাস ধরে সুহানার ট্রান্সফরমেশনে মুগ্ধ বলিউড পাড়া। ইতিমধ্যে হিউজ ফ্যান ফলোয়িংও তৈরি হয়েছে মিস খানের। ‘ভোগ’ কভার গার্লের শিরোপা এখন সুহানার মাথায়।

প্রতিটি ছবিতে বিভিন্ন আউটফিটে এক একরকম অ্যাটিটিউডে ধরা দিয়েছেন শাহরুখ-কন্যা। তার নেভার সিন বিফোর অবতারে সম্মোহিত হয়ে চলেছেন নেটিজেনরা।

বলিউডের বড় বড় নায়িকাদের থেকেও কোনো অংশে কম যান না সুহানা। শাহরুখ খান ইতিমধ্যেই আনন্দে আত্মহারা। একাধিকবার টুইটারে জানিয়েছেন সেই আনন্দের কথা।

মন্তব্য



সাতদিনের সেরা