kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

জলদস্যুর ভূমিকায় অমিতাভ, প্রথম পোস্টার প্রকাশ করলেন আমির

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫৭ | পড়া যাবে ২ মিনিটেজলদস্যুর ভূমিকায় অমিতাভ, প্রথম পোস্টার প্রকাশ করলেন আমির

লোগো প্রকাশের একদিন পরেই 'থাগস অব হিন্দুস্তানে'র প্রথম লুকের পোস্টার প্রকাশ করলেন আমির খান। 'সবচেয়ে বড় থাগ' খুদবক্সের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন।

সিনেমায় কেমন রূপে দেখা যাবে তাকে, সেই ছবিই প্রকাশ করেছেন আমির খান। জানা গেছে, এক জলদস্যুর সাজে দেখা যাচ্ছে তাকে। সম্পূর্ণ ধাতব একটি পোশাকে, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

তার পেছনে উত্তাল সমুদ্র আর বড় একটি জ্বলন্ত জাহাজ। এই সিনেমায় যুদ্ধের দৃশ্য রয়েছে বারেবারেই। সে কারণে শ্যুটিং চলাকালীন ঘাড়ে ও কাধে তীব্র যন্ত্রণাও পান অমিতাভ।  

এ বছর, মার্চ মাসে যোধপুরে দৃশ্যধারনের সময় পিঠে আর কাঁধে মারাত্মক ব্যথা শুরু হয় অমিতাভ বচ্চনের। পরে ৭৫ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী জয়া বচ্চন জানান, অভিনয়ের পোশাক ভীষণ ভারী। সে কারণেই এই ব্যথা শুরু হয়েছে, বাকি সব ঠিকই আছে।

বিজয়কৃষ্ণ আচার্য (তশন ও ধুম ৩) পরিচালিত 'থাগস অব হিন্দুস্তান' একটি কাল্পনিক অ্যাডভেঞ্চারের গল্প। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমার অন্য অভিনেতা অর্থাৎ আমির খান, ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখেরও পোস্টার দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

৮ নভেম্বর মুক্তি পাচ্ছে থাগস অব হিন্দুস্তান।

মন্তব্যসাতদিনের সেরা