kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

'যোদ্ধা' ফাতেমা সানা শেখ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৭ | পড়া যাবে ১ মিনিটে'যোদ্ধা' ফাতেমা সানা শেখ

এ সপ্তাহটা মনে হয় 'ঠগস অব হিন্দোস্তান' এর। এ সপ্তাহেই ছবিটির লোগো টিজার উন্মোচন করে এর নির্মাতারা। আর গতকাল অবমুক্ত করা হয় এই ছবির অন্যতম অভিনেত্রী 'দঙ্গল' তারকা ফাতেমা সানা শেখ এর একটি ২৫ সেকেন্ডের মোশন পোস্টার।

মোশন পোস্টারটিতে দেখা যাচ্ছে, ফাতেমার নাম জাফিরা। তাঁকে যুদ্ধের পোশাকে দেখা যাচ্ছে। এবং তাঁর হাতে দেখা যাচ্ছে তীর-ধনুক। যা তিনি কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে তাক করে রেখেছেন। 

বিজয় কৃষ্ণ আচার্যর পরিচালনায় আগামী ৮ নভেম্বর মুক্তিপ্রত্যাশী ছবিটি বলিউডের অন্যতম ব্যয়বহুল ছবি বলে বিবেচিত।
সূত্র : ডিএনএ

মন্তব্যসাতদিনের সেরা