kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

ভারতে মুক্তি পাচ্ছে 'ক্রেজি রিচ এশিয়ানস'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেভারতে মুক্তি পাচ্ছে 'ক্রেজি রিচ এশিয়ানস'

ছবিটিকে বলা হয় ম্যাসিভ হিট। কেউ কেউ স্ম্যাশ হিটও বলছেন। আসলেই জন এম চু'র 'ক্রেজি রিচ এশিয়ানস' পৃথিবীজুড়ে বিস্ময়কররকম ব্যবসায়িক সাফল্য পেয়েছে। 

কেভিন কন এর একই নামের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন কন্সটান্স উ, হেনরি গোল্ডিং, জেমা চান, নোরা লুম (আকোয়াফিনা), নিকো সান্তোস, লিসা লু, কেন জিয়ং, মাইকেল ইয়োহ প্রমুখ।

বিশ্বজুড়ে ১৮৫ মিলিয়ন ডলার আয়কারী ছবিটি আগামী ২১ সেপ্টম্বর ভারতে প্রদর্শনে জন্য তারিখ নির্ধারিত হয়েছে। 

ছবিটির চিত্রনাট্য করেছেন পিটার চিয়ারেলি আর অ্যাডলে লিম। আর ছবিটির বিশ্বজুড়ে পরিবেশক হলো ওয়ার্নার ব্রস পিকচার্স।
সূত্র : ডিএনএ

মন্তব্যসাতদিনের সেরা