kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

৬৫ বছরের গায়কের সাথে থাকছেন ২৮ বছরের জাসলিন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১০:০৯ | পড়া যাবে ২ মিনিটে৬৫ বছরের গায়কের সাথে থাকছেন ২৮ বছরের জাসলিন

দীর্ঘ  ৩ বছরের বেশি সময় ধরে ভারতের ৬৫ বছরের ভজন গায়ক অনুপ জালোটা প্রেম করছেন তারই  ২৮ বছরের ছাত্রী জসলিন মাথারুর সঙ্গে।

সম্প্রতি বিগ বস ১২ এর ঘরে  এ অসম প্রেমের কথা জানিয়েছেন তারা। গুরুর কাছে নাকি গান শিখতে গিয়েই তার প্রেমে পড়েন জাসলিন। বর্তমানে  তারা মুম্বাইয়ে একসঙ্গেও থাকছেন বলে জানিয়েছেন জাসলিন। অসম বয়সের এই জুটি দেখে হতবাক হয়েছেন খোদ বিগ বসের সঞ্চালক সালমান খানও।

এক সাক্ষাৎকারে জসলিন মাথারু জানিয়েছিলেন, এই সম্পর্কের বিষয়ে তার পরিবার ও বন্ধুবান্ধব কেউই জানেন না, তারা বিষয়টি জেনে চমকে যাবেন। তারা এক সাথে থাকছেন।

বিষয়টি ভালোভাবে নেয়নি জাসলিনের পরিবার।  বছর ২৮ এর মেয়ে যে শেষপর্যন্ত ৬৫ বছরের গায়কের সঙ্গে প্রেম করছেন, একসঙ্গে থাকছেন, এ খবর জানার পর আতকে উঠেছেন জাসলিনের বাবা কেশর মাথারু। তিনি বলেছেন,‌ এই খবরটা শুনে আমি এবং আমার পরিবার হতবাক। যদিও এবিষয়ে আমি মেয়ের সঙ্গে কথা না বলে ওর ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কিছু বলতে চাই না। বিগ বস শেষ হোক আগে সে বিগবস জিতুক তার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলবো।

বাবা কেশর মাথারু আরও  বলেন, আমি এবিষয়ে ইন্টার ছড়িয়ে পড়া নানান মন্তব্য বিন্দুমাত্র অস্বস্তিতে নেই। জসলিন একজন প্রশিক্ষিত গায়িকা। বিভিন্ন স্টেড শো করে, বলিউডে গান গায়। তবে আমাদের পরিবারেও একটা মান মর্যাদা আছে, তাই কোনও রকম নোংরা প্রচারে আমি মাথা ঘামাতে চাই না। এর আগেও বিগ বসের ঘরে থাকা বহু প্রতিযোগীর সম্পর্কে নোংরা প্রচার হয়েছে। তাই আমি মনে করি না আমার মেয়ে আদপে কোনও ভুল কাজ করবে।

মন্তব্যসাতদিনের সেরা