kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় আপত্তি ছিল স্ত্রীর : আয়ুষ্মান

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৩৮ | পড়া যাবে ১ মিনিটেঅন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় আপত্তি ছিল স্ত্রীর : আয়ুষ্মান

ছোটোবেলার প্রেম। তারপর বিয়ে। তখনও আয়ুষ্মান খুরানাকে চেনে মাত্র কয়েকজন। সঞ্চালক-কমেডিয়ান হিসেবে পরিচিতি পেলেও, অভিনেতা হিসেবে পরিচিতি আসেন ভিকি ডোনার ছবিতে। ২০১২ সালের সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে আয়ুষ্মান জানান, চুম্বনের দৃশ্যে তিনি অভিনয় করুক সেটা তাঁর স্ত্রী একেবারে চাননি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন,অবশ্যই, ওর সমস্যা হয়েছিল। কারণ, ও একেবারে এর জন্য প্রস্তুত ছিল না। আসলে আমরা একে অপরের প্রথম প্রেম। আমরা সেই সময় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও গেছি।

তিনি আরও বলেন, "ও চায়নি যে আমি কোনও চুম্বনের দৃশ্যে কাজ করি।  কিন্তু ও একজন শিল্পী। ও বিষয়টা বুঝতে শিখেছে। আমাদের যখন বিয়ে হয়, আমি খুবই অপরিণত ছিলাম। পাশাপাশি আমাদের লং ডিসটেন্স ম্যারেজ ছিল। আমি খুশি যে এখন সব ঠিক আছে। ৮ বছর হয়ে গেছে আয়ুষ্মান ও তাহেরার বিয়ের। তাঁদের দুই সন্তানের নাম ভিরাজভির ও ভিরুষ্কা।

আয়ুষ্মান এখন ব্য়স্ত তাঁর আগামী ছবি অন্ধাধুন ও বাধাই হো-র প্রচারে। 

মন্তব্যসাতদিনের সেরা