kalerkantho

আরমান আলিফের নতুন গান ‘কার বুকেতে হাসো’ (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৭ | পড়া যাবে ১ মিনিটেআরমান আলিফের নতুন গান ‘কার বুকেতে হাসো’ (ভিডিও)

সুপারহিট গান ‘বেঈমান’-এর ঠিক এক মাসের ব্যবধানে নতুন গান-ভিডিও নিয়ে আবারও হাজির সময়ের এক নম্বর হিট শিল্পী আরমান আলিফ। এবার প্রেমিকাকে সরাসরি দোষারুপ না করে প্রশ্ন রেখেছেন গানে গানে। নাম ‘কার বুকেতে হাসো’।

আজ (১৭ সেপ্টেম্বর) দুপুরে গানটির অডিও-ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলসহ মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর মিউজিক অ্যাপে।

‘কার বুকেতে হাসো’ গানটির কথা-সুর তৈরি করেছেন আরমান আলিফ নিজেই। আর সংগীতায়োজন করেছেন শারিয়ার রাফাত। তৈরি হয়েছে গানটির একটি গল্পনির্ভর ব্যয়বহুল ভিডিও। সৈকত রেজার পরিচালনায় এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন আশফাক রানা ও লিয়ানা লিয়া।

গানটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘এখন থেকে আমি মাসে একটির বেশি গান-ভিডিও প্রকাশ করতে চাই না। কারণ একসঙ্গে একাধিক গান প্রকাশ পেলে সেগুলোর মান রক্ষা এবং সঠিক যত্ন কোনোটাই হয় না। এই গানটির মাধ্যমে সেই পরিকল্পনা শুরু করলাম। অনেক যত্ন করে গানটি করেছি। দারুণ একটা ভিডিও হয়েছে। আশা করছি আগের মতোই সবার ভালো লাগবে।’

মন্তব্যসাতদিনের সেরা