kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

অভিনেতা হতে চাননি অর্জুন কাপুর

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:১৩ | পড়া যাবে ১ মিনিটেঅভিনেতা হতে চাননি অর্জুন কাপুর

এখন বেশ ব্যস্ত তিনি। বেশ কয়েকটি প্রজেক্ট ইতিমধ্যে শেষ করেছেন। হাতে আছে আরো কয়েকটি। তবে বলিউডের অভিনেতা অর্জুন কাপুর কিন্তু মোটেও অভিনেতা হতে চাননি।

তিনি বলেন, আমি আসলে কখনোই অভিনেতা হতে চাইনি। এর অন্যতম কারণ হলো, আমি দেখতে অনেকটা বাস্কেটবলের মতো। আর এ কারণেই আমি নির্দেশক বা পরিচালক হতে চেয়েছি। অভিনয় করার কথা আমার কখনো মাথায়ই আসেনি।

তিনি আরো বলেন, যে দিন আমি গাই রিচির ছবি 'লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস' দেখি সে দিনই পরিচালক হবার ভাবনা আমার মাথায় আসে। পরিচালক হবার ভূত আমার মাথায় এমন ভাবেই চেপে বসে যে, আমি রাত ১২টার সময় উঠে সেই ছবি বার বার দেখতাম। 
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস 
 

 

মন্তব্যসাতদিনের সেরা