kalerkantho


নতুন সিরিজে ইরফান, তবে কী সুস্থ তিনি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ১২:২২নতুন সিরিজে ইরফান, তবে কী সুস্থ তিনি

আন্তর্জাতিকভাবে সমাদৃত বলিউড অভিনেতা ইরফান খান। বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। এরই মাঝে গতকাল তিনি পলিটিক্যাল স্যাটায়ার বিষয়ক একটি আপকামিং সিরিজে কাজের জন্য সংযুক্ত হলেন।

তাই এখন প্রশ্ন উঠতে পারে, তবে কী সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা ইরফান খান!

এ বছরের মার্চে 'লাইফ অব পি' অভিনেতার পক্ষ থেকে ঘোষণা আসে, তাঁর দেহে বাসা বেঁধেছে বিরল এক প্রকার ক্যান্সার। যেটি একটি হাই গ্রেড নিউরোএন্ডোক্রাইন।

একটি বিবৃতির মাধ্যমে এই অভিনেতা জানান, 'গরমিন্ট' নামে যে সিরিজটি তিনি করতে যাচ্ছেন তার স্ক্রিপ্ট তাঁর বেশ পছন্দ হয়েছে। এটা হতে পারে তাঁর খুব পছন্দের একটি কাজ। কাজটি করতে তাঁর ভালো লাগবে তবে সব কিছুই নির্ভর করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার ওপর।

'গরমিন্ট'-এর আগের নাম ছিল 'দ্য মিনিস্ট্রি'। প্রসিদ্ধ ভারতীয় কমেডিয়ান গুরসিমরান খাম্বা এটিতে মূল চরিত্রে অভিনয় করতেন। 'হিন্দি মিডিয়াম' অভিনেতা ইরফান এখন থেকে পরিবর্তিত নামের এই স্যাটায়ারটিতে অভিনয় করবেন, যদিও তিনি শেষ পর্যন্ত সব কিছু ঠিক রাখতে পারবেন না বলেও সন্দেহ ব্যক্ত করেছেন। 

উল্লেখ্য, ৫২ বছর বয়সী ইরফান খানকে সর্বশেষ 'কারওয়ান' ছবিতে দেখা গেছে।
সূত্র : ডেকন ক্রনিকল             মন্তব্য