kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

'রুস্তম' নিয়ে কন্নড় ছবি পাড়ায় বিবেক ওবেরয়

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ১৪:১৩ | পড়া যাবে ১ মিনিটে'রুস্তম' নিয়ে কন্নড় ছবি পাড়ায় বিবেক ওবেরয়

ইতিমধ্যে অক্ষয় কুমার, নীল নিতীন মুকেশ, জ্যাকি শ্রফ আর শ্রদ্ধা কাপুর- এ কাজটি সেরে ফেলেছেন। আর এ তালিকায় সর্বশেষ সংযোজন বিবেক ওবেরয়। 'সাথিয়া' তারকা এবার কন্নড় ছবি পাড়ায় সিনেমা মুক্তির মাধ্যমে নিজের ভাগ্য পরীক্ষা করবেন। 

ইতিমধ্যেই বিবেক তামিল ছবিতে তাঁর অভিষেক ঘটিয়েছেন অজিতের 'ভিভেগাম' ছবির মাধ্যমে।

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ছবির মাধ্যমে এন্ট্র্রি নিতে চাচ্ছেন বিবেক, সেই ছবিটির নাম 'রুস্তম' আর এটাই পরিচালক হিসেবে বিখ্যাত কোরিওগ্রাফার রবি বর্মার প্রথম কাজ।

উল্লেখ্য, 'রুস্তম' ছবির মাধ্যমে কন্নড় ছবি পাড়ায় আরো অভিষেক ঘটতে যাচ্ছে 'গৌরাভাম' ও 'পান্ডিয়া নাড়ু' খ্যাত হরিশ উথামান। 

এ ছাড়াও ছবিটিতে ভিলেন থাকবেন নতুন ট্যালেন্ট অর্জুন গওদা। আর শিবরাজকুমার হবেন পুলিশ কর্মকর্তা। তবে বিবেক কোন চরিত্রে, সে বিষয়টি এখনও জানা যায়নি।
সূত্র : ডিএনএ

মন্তব্যসাতদিনের সেরা