kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ক্যাটরিনা অধ্যায় বাদ সালমানের!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ১০:৩২ | পড়া যাবে ১ মিনিটেক্যাটরিনা অধ্যায় বাদ সালমানের!

প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির সঙ্গে ক্যাটরিনা কাইফও নাকি সালমান খানের 'ভরত'-এ অভিনয় করবেন। সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয় গোটা বলিউড জুড়ে। কিন্তু, শেষ পর্যন্ত ক্যাটরিনা নাকি বাদ পড়ছেন সালমান খানের সিনেমা থেকে।

বি টাউনের খবর, যে ধরনের চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফের নাম নেওয়া হয়ছিল, সেটি অত্যন্ত স্বল্প পরিসরের একটি চরিত্র। যা ক্যাটরিনা কাইফের মতো বলিউডের 'লিডিং লেডি'-র জন্য খুব একটা সুখকর নয়। সেই কারণেই ক্যাটরিনা এবং টিম 'ভরত'-এর আলোচনার মাধ্যমেই ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।

প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির সঙ্গে ক্যাটরিনা কাইফও নাকি সালমান খানের 'ভরত'-এ অভিনয় করবেন। সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয় গোটা বলিউড জুড়ে। কিন্তু, শেষ পর্যন্ত ক্যাটরিনা নাকি বাদ পড়ছেন সালমান খানের সিনেমা থেকে।

এদিকে শোনা যাচ্ছে, 'ভরত'-এ নাকি অভিনয় করতে পারেন নবাগতা রিয়া চক্রবর্তী। তাহলে কি ক্যাটরিনা কাইফের চরিত্রেই এবার রিয়াকে বেছে নিলেন প্রযোজক অতুল অগ্নিহোত্রী? আপাতত সেই  গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে।

মন্তব্যসাতদিনের সেরা