kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

মানালিতে ৩০ কোটি রুপির বাড়ি বানালেন কঙ্গনা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৪:৫১ | পড়া যাবে ১ মিনিটেমানালিতে ৩০ কোটি রুপির বাড়ি বানালেন কঙ্গনা

ভারতের হিমাচলপ্রদেশ থেকে গিয়ে মুম্বাইয়ে বলিউডের সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কঙ্গনা রানাউত। অভিনয়ের গুনে জিতে নিয়েছেন ভক্তদের মন ও হাজারো অ্যাওয়ার্ড। তবে মনের মতো বাড়ি বানানোর জন্য কর্মস্থল নয়, জন্মস্থানকেই বেছে নিলেন তিনি।

মানালিতে ৩০ কোটি টাকা খরচ করে বাংলো বানিয়েছেন তিনি। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে এই বাংলোই খবরের শিরোনামে চলে এসেছে।

রিপোর্ট অনুযায়ী কঙ্গনা এই জমিটি কিনেছেন ১০ কোটি টাকা রুপি দিয়ে। তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী কঙ্গনা নতুন বাড়ির ডিজাইন নিয়ে এরপরে যোগাযোগ করেন স্থপতি শবনম গুপ্তার সঙ্গে। পুরনো ইউরোপীয় নকশা মেনে বাংলো তৈরি হয়েছে। এতে রয়েছে আটটি বেডরুম।

বাংলোর জানাল দিয়ে তাকালেই চোখে পড়বে হিমাচলের পাহাড়ের বরফ ঢাকা এলাকা। বাড়ির কাজ পুরোপুরি শেষ হয়নি। তা দেখাশোনা করতে এখন নিয়মিত মানালি-মুম্বাই করে চলেছেন অভিনেত্রী। বেডরুম ছাড়া সুদৃশ্য ডাইনিং রুম, ফায়ার প্লেস, জিম,যোগ রুম সবই রয়েছে।

আগামিদিনে কঙ্গনাকে দেখা যাবে মনিকর্নিকা, কুইন অব ঝাঁসি-র মতো সিনেমায়। সেই কাজে ব্যস্ত থাকলেও বাড়ির দিকেও যথেষ্ট নজর রেখেছেন অভিনেত্রী।

 

মন্তব্যসাতদিনের সেরা