kalerkantho

মা-মেয়ের স্টাইলিশ লুক

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৮ ১১:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমা-মেয়ের স্টাইলিশ লুক

মিরা রাজপুত ও মিশা

বলিউড স্টার শহিদ কাপুর ও তার স্ত্রী মিরা রাজপুতের কন্যা মিশা। ছোট এই বয়সেই মিডিয়ার নজর কেড়েছে সে।তারকাকন্যা বলেই হয়তো তা সহজ হয়েছে।

বলিউড তারকা অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির কন্যা আরোধ্যা, সাইফ আলি খান ও কারিনা কাপুর দম্পতির শিশু ছেলে তৈমুর আলি খান পাতৌদি প্রায়ই খবরের শিরোনাম হয়।

এবার শহিদ কাপুর ও মিরা রাজপুতের শিশুকন্যা মিশা খবরের উপাদান। সম্প্রতি কন্যা মিশাকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে গিয়েছিলেন মিরা।

সেখানেই ফটো সাংবাদিকদের শিকারের পড়ে মা-মেয়ে। কি আর করা, অস্বস্তি থাকা সত্ত্বেও মা-মেয়েকে ক্যামেরার সামনে স্টাইলিশ লুকেই পোজ দিতে হলো। এতে আকর্ষণীয় লুকের কিছু ছবির জন্ম হলো। সেসব ছবি নিয়ে টাইমস অব ইন্ডিয়া করেছে ফটো স্টোরি।

মন্তব্যসাতদিনের সেরা