kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

চেনা যাচ্ছে কি তাকে...

কালের কণ্ঠ অনলাইন   

৬ জানুয়ারি, ২০১৮ ১৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেচেনা যাচ্ছে কি তাকে...

অক্ষয় কুমার

'কেসারি' সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। চেনা যাচ্ছে কি বলিউড এই তারকাকে। একটু গভীরভাবে খেয়াল করলে হয়তো চেনা যাবে তাকে। তিনি আর কেউ নন- বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

সারাগড়ের যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে 'কেসারি'। এ ছবিতে শিখ চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ছবিটির শুটিং শুক্রবার শুরু হয়েছে বলে ফার্স্ট লুকের ছবিটিসহ টুইট বার্তায় জানিয়েছেন অক্ষয়।

তিনি আরো বলেন, ছবিটি শেয়ার দেওয়ার এই মুহূর্তে গর্ব আর কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই অনুভব করছি না।

'কেসারি' ছবির মাধ্যমে ২০১৮ সালের শুটিং শুরু করলেন। এটা উচ্চাভিলাষী ও আবেগপূর্ণ চলচ্চিত্র বলেও মন্তব্য করেন তিনি।

এবার তিনি তৃতীয়বারের মতো শিখ চরিত্রে অভিনয় করছেন। অক্ষয় ও করণ জোহর এর যৌথ প্রযোজনায় 'কেসারি' নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন অনুরাগ সিং। আগামী বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা