kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

৫০০ টাকা দিলে মা'কে নাচ দেখায় ভাবনা

কালের কণ্ঠ অনলাইন   

২৭ নভেম্বর, ২০১৭ ২০:৪৭ | পড়া যাবে ১ মিনিটে৫০০ টাকা দিলে মা'কে নাচ দেখায় ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয় করেই চলে এসেছেন আলোচনায়। ছোটপর্দাতেও এই অভিনেত্রীর রয়েছে সমান বিচরণ।

অভিনয়ের বাইরেও দীর্ঘদিন ক্লাসিকাল নাচ শিখেছেন। আর ভাবনার নৃত্যশিল্পী হয়ে উঠার পেছনের কারিগর মূলত তার মা, রেহানা হাবিব। সন্তানের গুণ সম্ভবত মাকেই বেশি আনন্দিত করে তোলে। আর তাই অবসরে ভাবনার কাছে নাচ দেখার বায়না করে বসেন মা।

মা রেহানা হাবিব সোমবার ভাবনার নাচের একটি ভিডিও ফেসবুকে আপলোড করে লিখেছেন, আমি এভাবেই মাঝে মাঝে জোর করি আমাকে নেচে দেখাতে। ছোটবেলায় যখন বলতাম সাথে সাথে নাচত। এখন ৫০০ টাকার লোভ দেখালে একটু দেখায়।

ভিডিওতে দেখা যায়, ভারতের দেবদাস সিনেমার জনপ্রিয় গান ‘দোলা রে দোলা..’ গানের তালে দারুণ নেচেছেন অভিনেত্রী ভাবনা।সাতদিনের সেরা