kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

বিয়ের বিষয়ে যা বললেন সালমান খান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৭ ১১:৪৩ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের বিষয়ে যা বললেন সালমান খান

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে কৌতূহল এখন খবর বা গসিপে আর আটকে নেই। দেশি-বিদেশি ভক্তকূল জানতে চায়, কবে বিয়ে করছেন সালমান খান? আদৌ কি আর বিয়ে করবেন তিনি! কে না জানতে চায় সালমানের লাভ লাইফ। কোনো এক নারীর সঙ্গে তাকে দেখা গেলেই শুরু হয় জল্পনা। তাহলে এর প্রেমেই কি হাবুডুবু খাচ্ছেন সালমান খান? কিছু দিন আগেই শোনা যায়, সালমানের বিয়ে হতে চলেছে ১৮ নভেম্বর। কিন্তু এবার কিছু না বলে পার পাওয়ার উপায় নেই। সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমনি প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এবার তিনি কী বলবেন?

সালমান খান বলেন, আমি অত্যন্ত খুশি। এত মানুষ, আমার এত ভক্ত যে এখনো আমার বিয়ের ব্যাপারে চিন্তা করেন, আমার লাভ লাইফ নিয়ে এতটাই উদ্বিগ্ন, এটা ভেবেই আমার ভালো লাগে। আমি সত্যি বলছি, আমি কবে বিয়ে করব সেই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেও, আমি হ্যাঁ কিংবা না, কোনো উত্তরই দিতে পারব না। আপাতত সাবেক প্রেমিকা ক্যাটেরিনার সঙ্গে পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায়-এর প্রোমোশন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান।

 

মন্তব্যসাতদিনের সেরা