kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

দাম্পত্য জীবনে কোহলি-আনুশকার প্রতিশ্রুতি

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৭ ১১:১৪ | পড়া যাবে ২ মিনিটেদাম্পত্য জীবনে কোহলি-আনুশকার প্রতিশ্রুতি

দিওয়ালিতে প্রিয়জনকে কী প্রতিশ্রুতি দিলেন বিরাট! দাম্পত্য জীবনের পর আনুশকার জন্য কী কী করবেন টিম ইন্ডিয়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর? অবশেষে তা প্রকাশ করলেন ক্যাপ্টেন কোহলি।

বান্ধবীর জন্য তবে কি প্রতিদিনের রুটিনই পাল্টে ফেলতে চলেছেন কোহলি! জানা গেছে, আনুশকার জন্য হেঁসেলেও ঢুকবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। কারণ বিয়ের পর তিনি যে প্রিয়তমার জন্য মাসে অনন্ত ১৫ দিন নিজের হাতে খাবার তৈরি করবেন। তেমনি রান্না যেমনই হোক তা খেয়ে নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন আনুশকাও।

এ ছাড়াও আনুশকার ড্রেস করার সময় অধৈর্য না-হয়ে ঘড়ির কাঁটা মিলিয়ে অপেক্ষাও করবেন 'ক্যাপ্টেন হট'। অর্থ্যাৎ বিয়ের পর স্ত্রীর জন্য ভালো হাসবেন্ডরা যা যা করেন, 'হবু বউ' আনুশকাকে তা করার প্রতিশ্রুতি দিলেন কোহলি।

প্রিয় বান্ধবীর জন্য কী কী করবেন মিস্টার কোহলি? তা ছাড়াও উৎসবের মৌসুমে মাসের ১৫ দিন একসঙ্গে হেঁসেলে ঢুকবেন তারা। এমনকি ফেভারিট টিভি রিয়েলিটি শোয়ের ফাইনালও দেখবেন তারা।

কোহলির প্রতিশ্রুতিতে 'হবু বর'কে পাল্টা প্রমিস করলেন আনুশকাও। বিরাট যদি রান্না করতে গিয়ে ভুল-চুকও করে ফেলেন, তবে কুছ পরোয় নেই, 'সাত খুন মাফ'। 

এক পাঞ্জাবি প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই কোহলি-আনুশকা একে-অপরকে এমন সব প্রমিস করে ফেললেন।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

মন্তব্যসাতদিনের সেরা