kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

হৃতিক-বাণী জুটি বাঁধছেন

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেহৃতিক-বাণী জুটি বাঁধছেন

এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাণী কাপুর। এতে দুজনকে রোমান্স করতে দেখা যাবে। যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় জুটি বাঁধবেন তারা। অ্যাকশন ও কমেডি ঘরানার এ সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

এ প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, সিনেমাটিতে হৃতিক রোশান ও টাইগার শ্রুফের মতো দুইজন হার্টথ্রব অভিনেতা রয়েছেন। কিন্তু একজন নায়িকা দেখা যাবে হৃতিকের বিপরীতে। এই নায়িকা চরিত্রের জন্য একজন অল্প বয়সী তরুণী খুঁজছিলাম এবং একজন পেয়েও গেছি। তিনি বাণী কাপুর। অভিনেত্রী হিসেবে বাণীকে আমাদের পছন্দ। মিটিং শেষে আমি বুঝাতে পেরেছি বাণী আমাদের চলচ্চিত্রের জন্য সেরা।

নাম ঠিক না হওয়া এ সিনেমাটি ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে। বলিউডে বাণী মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তাকে ‘বেফিকর’ সিনেমায় দেখা যায়। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। ২০১৬ সালে মুক্তি পায় সিনেমাটি।  

 

মন্তব্যসাতদিনের সেরা