kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

অসুস্থ ঐশ্বরিয়া, রক্তচাপ পরীক্ষায় অভিষেক!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:২৮ | পড়া যাবে ১ মিনিটেঅসুস্থ ঐশ্বরিয়া, রক্তচাপ পরীক্ষায় অভিষেক!

অসুস্থ ঐশ্বরিয়া রাই বচ্চন। শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই মুহূর্তে সেখানে কোনো চিকিত্সক না থাকায় বাধ্য হয়ে হাল ধরেন অভিষেক বচ্চন। কানে স্টেথোস্কোপ লাগিয়ে প্রেশার মাপতে শুরু করেন ঐশ্বরিয়ার। এ সবই হয়েছে। তবে আজ থেকে ন’বছর আগে। ‘রাবণ’ ছবির সেটে। গতকাল সেই পুরনো ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক।

সূত্রের খবর, ‘রাবণ’-এর শুটিং চলাকালীন ঐশ্বরিয়ার ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে যায়। দ্রুত চিকিত্সককে খবর দেওয়া হয়। কিন্তু তিনি পৌঁছানোর আগে অভিষেক নিজেই ঐশ্বরিয়ার রক্তচাপ পরীক্ষা করেন। সেই ছবিই ফ্রেমবন্দি করেন ওই সিনেমার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি। পরে সেই ছবি নিজের সংগ্রহে রেখে দেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করার পর বি-টাউনের একটা বড় অংশের মতে, বাড়িতে হোক বা বাইরে, অভিষেক যে ঐশ্বরিয়ার বিশেষ খেয়াল রাখেন এ যেন তারই প্রমাণ।

সূত্র: আনন্দবাজার

মন্তব্যসাতদিনের সেরা