kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

চঞ্চল চৌধুরী ও শাওন গাইলেন একসাথে

কালের কণ্ঠ অনলাইন   

২৮ আগস্ট, ২০১৬ ১৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেচঞ্চল চৌধুরী ও শাওন গাইলেন একসাথে

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন একসাথে গান করলেন 'আড্ডা গানে ঈদ' নামে আরটিভির ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি ঈদ নিয়ে তাদের শৈশব-কৈশোরের স্মৃতিসহ নানা বিষয় নিয়ে কথাও বলেছেন। আড্ডার ফাঁকে ফাঁকে জানিয়েছেন যাপিত জীবনের অনেক কথা।

লাক্স তারকা রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সোহেল রান বিদ্যুতের প্রযোজনায় 'আড্ডা গানে ঈদ' অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেলে ৫টা ২০ মিনিটে।

 

মন্তব্যসাতদিনের সেরা