kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

বড় পর্দায় অপু বিশ্বাসের সাথে রোমান্স করবেন এটিএম শামসুজ্জামান

কালের কণ্ঠ অনলাইন   

৬ জানুয়ারি, ২০১৬ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেবড় পর্দায় অপু বিশ্বাসের সাথে রোমান্স করবেন এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামানের বিপরিতে দেখা যাবে ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। দুজনকে একসাথে নাচতে-গাইতেও দেখা যাবে।অপুর প্রেমে পাগল হয়ে নানা মজার কান্ড করে বেড়াতে দেখা যাবে এই জনপ্রিয় প্রবীণ অভিনেতাকে। আবদুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিতেই এমন চরিত্রেই হাজির হবেন অপু-এটিএম। তবে অপুর মূল নায়ক থাকছেন নায়ক শাকিব খান।

ছবির গল্পে দেখা যাবে এ টি এম শামসুজ্জামান অপুকে খুব ভালোবাসেন। তাকে নিয়ে দিনে-রাতে রোমান্টিক স্বপ্ন দেখেন। কল্পনায় অপুকে নিয়ে ভালোবাসার গানে মেতে ওঠেন। সবমিলিয়ে মজার একটি বিষয়। দর্শকরা এই অসম প্রেমিক জুটির পর্দার কর্মকান্ড  উপভোগ করবেন বড় পর্দায়। গত শনিবার থেকে এফডিসিতে ছবির দৃশ্যায়ন এর কাজ চলছে। রোমান্টিক, কমেডি ধারার এই ছবিতে শাকিব খান অপু এবং এটিএম শামসুজ্জামান ছাড়াও অভিনয় করবেন পুষ্পিতা পপি, মিশা সওদাগর সহ অনেকেই।

 সাতদিনের সেরা