kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আইটেম গানে মোশাররফ করিম

কালের কণ্ঠ অনলাইন   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইটেম গানে মোশাররফ করিম

কোনোও নাটকে প্রথমবারের মতো আইটেম গান করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
‘ব্যাকআপ আর্টিস্ট’ নামের ঈদের একটি নাটকে তিনি আইটেম গানে অংশ নেন।


মোশাররফ করিম বলেন, ব্যাকআপ আর্টিস্ট নাটকের গল্প অন্য ধরণের। নাটকে আমি একজন ব্যাকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছি। আর আইটেম গানে অংশ নেয়া তারই একটি অংশ।


পলাশ মাহবুবের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ব্যাকআপ আর্টিস্ট নাটকে আরও অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, জুঁই করিমসহ অনেকে।
নাকটকটি ঈদের তৃতীয় দিন বিকেল ৩টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হতে।
 

মন্তব্যসাতদিনের সেরা